স্প্যানিশ লিগে থাকছে না বার্সেলোনা
প্রকাশিত হয়েছে : ৪:০৪:০৭,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: ‘ক্লাবের চেয়েও বিশেষ কিছু’—এই আপ্ত বাক্যকে বুকে ধারণ করেই বার্সেলোনা ফুটবল ক্লাবের পথচলা। সত্যি তো, বার্সেলোনা আর পাঁচটা ফুটবল ক্লাবের মতো নয়, বরং সেইসঙ্গে একটি বিশেষ রাজনৈতিক মঞ্চ। কাতালানিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বার্সেলোনা৷ স্বাধীন কাতালান ভূমির সমর্থকও। কাতালানরা স্বাধীনভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন।সূত্র মারফৎ যা খবর, ৫.৪ মিলিয়ন প্রাপ্ত ভোটের ৮০ শতাংশই গিয়েছে স্বাধীন কাতালানের পক্ষে৷
এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন কাতালান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ফুটবল ক্লাব হিসেবে বার্সেলোনার কী হবে? বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্লাবটি কি স্প্যানিশ লিগে খেলতে পারবে? বার্সেলোনা না থাকলে স্প্যানিশ লিগের কী হবে? আর স্প্যানিশ লিগে না খেলতে পারলে ক্লাব হিসেবে বার্সেলোনাই বা কীভাবে ধরে রাখবে আজকের ঐতিহ্য!
অনেকেই আশঙ্কা করছেন, সত্যিই যদি স্বাধীন কাতালানিয়া প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো স্প্যানিশ ফুটবলই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। কারণ, বার্সেলোনা, সে যতই কাতালানিয়ার সমর্থক হোক না কেন, তাদের ছাড়া কি স্প্যানিশ লিগ কল্পনা করা যায়? রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ যেখানে থাকবে না, সেই লিগের প্রতি সাধারণ দর্শকদের আগ্রহই বা থাকবে কেন?
স্প্যানিশ লা লিগার সভাপতি জাভিয়ের তেবেজ জানিয়ে দিয়েছেন, কাতালানিয়া স্বাধীন হয়ে গেলে লা লিগায় কোনোমতেই খেলতে পারবে না বার্সেলোনা। বার্সাকে যদি লিগে খেলাতেই হয়, তাহলে অবশ্যই স্প্যানিশ পার্লামেন্টে এই-সংক্রান্ত আইন সংস্কার করতে হবে।
তেবেজ আইনের কথা বললেও তিনিও কোনও মতেই ব্যাপারটা মেনে নিতে পারছেন না। তিনিও বলেছেন, বার্সেলোনা ছাড়া স্প্যানিশ লিগ কল্পনাও করা যায় না। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতা না থাকলে এই লিগের আকর্ষণ অনেকটাই কমে যাবে৷ ক্ষতি হবে ফুটবল বাণিজ্যেরও৷
বার্সেলোনা ক্লাবের জনপ্রিয়তা এখন আর কোনোভাবেই কাতালানিয়া সমাজে আবদ্ধ হয়ে নেই। স্পেনের বিভিন্ন প্রান্তে অ-কাতালান গোষ্ঠীর মধ্যেই রয়েছে এই ক্লাবের বিপুল জনপ্রিয়তা। তাই গণভোটের ফলাফলের পর নিয়ে বার্সার মতো ক্লাবকে হারিয়ে ফেলার আতঙ্ক এখন তাড়িয়ে বেড়াচ্ছে গোটা স্পেনকেই।
এদিকে, বার্সেলোনার খেলোয়াড়দের ছাড়া স্পেনের জাতীয় দলেরও যে শক্তি কমবে, তা বলার অপেক্ষা রাখে না৷
বার্সেলোনার বর্তমান কর্মকর্তারা কাতালানিয়া গণভোটের ব্যাপারে ধীরে চলো নীতিই গ্রহণ করেছেন। ক্লাবের একজন মুখপাত্র সম্প্রতি জানিয়েছেন, এই গণভোট নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ক্লাব অচিরেই নিজেদের অবস্থান পরিষ্কার করবে।
এদিকে বার্সেলোনার দুই তারকা জাভি ও পিকে কিছু দিন আগেই কাতালানিয়া রাষ্ট্রের পক্ষে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছেন। স্পেন জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি। জাভি বলেছেন, ‘আমি গণভোটের পক্ষে। আমি চাই মানুষ এখানে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক। প্রত্যেকেরই ভোট দেওয়ার অধিকার আছে। আমি স্বাধীন কাতালান রাষ্ট্রের পক্ষে কি বিপক্ষে, তার চেয়েও বড় ব্যাপার আমি গণভোটের পক্ষে।’
পিকে বলেছেন, ‘স্পেনের প্রতি কমিটমেন্ট নিয়ে ১১ বছর জাতীয় দলে খেলেছি। তবে আমি একজন কাতালান। তাই গণভোটের পক্ষে দাঁড়ানোটা একটু অন্য রকম ব্যাপারই। আমরা গণভোটের পক্ষে কথা বলেছি। মানুষ ভোট দিক। কিন্তু এর সঙ্গে অন্য কিছু গুলিয়ে ফেলাটা বোধ হয় ঠিক নয়।’
জাভি, পিকে গণভোটের পক্ষে দাঁড়ালেও গণভোটে কাতালান রাষ্ট্রের পক্ষে ভোট পড়লে কী হবে, সেটা নিয়ে অবশ্য কোনও কথা বলেননি। তবে স্বাধীন কাতালান রাষ্ট্র এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷