স্পোর্টস টাইমস ২৪ডট কমের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৫৫,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: দেশের প্রথম খেলাধুলা বিষয়ক পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল স্পোর্টস টাইমস২৪ডটকম’র যাত্রা শুরু করেছে। শনিবার বনশ্রীতে প্রতিষ্ঠানটির অফিসে কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের ক্রীড়াঙ্গন আর ক্রীড়া সাংবাদিকতার শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
সংবাদ মাধ্যমটির কর্ণধার ও সিইও রাফে সাদনান আদেল বলেন, আমরা খেলাধুলার খবর প্রতি মুহুর্তে পাঠকদের কাছে পৌছে দিতে বধ্য পরিকর। আমরা চাই আমাদের দেশের মানুষ খেলাধুলার খবর নিতে আর বিদেশি গণ-মাধ্যমের দিকে না ঝুঁকে বাংলা ভাষাতেই সব খবর পাবেন। আর সেকারণেই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা প্রতিযোগিতা করতে চাই বিশ্ব গণ-মাধ্যমের সাথে।
স্পোর্টস টাইমসের ব্যবস্থাপনা পরিচালক, আলী আজম ভূইয়া (নাদিম) জানান, দেশের ক্রীড়ামোদিদের খেলার খবর পৌছে দেয়াই আমাদের একমাত্র কমিটমেন্ট। সেই সাথে দেশের সার্বিক ক্রীড়া উন্নয়নে আমরা নতুন তারকাদের তুলে আনতে চাই সবার সামনে।
স্পোর্টস টাইমস২৪ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, চ্যানেল ২৪ এর ক্রীড়া সম্পাদক দিলু খন্দকার, জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ ও জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হকসহ অন্যান্যরা।