স্থগিত করা হল বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:২৯,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ডাকা হরতালের কারণে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করেছিলাম বিএনপি হরতাল প্রত্যাহর করবেন। কিন্তু তাদের মনে দয়া হয়নি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করেনি।”