স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করতে গিয়ে ট্রাকে পিষ্ট স্বামী! (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ২:৪০:৩৭,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: স্ত্রী কতটা ভালোবাসে তা পরীক্ষা করতে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়েন এক লোক। লোকটিকে বারবার টেনে আনার চেষ্টা করেন স্ত্রী। কিন্তু তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়ানো যায়নি তাকে। অবশেষে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। সম্প্রতি চীনের ঝিয়াং প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, স্বামীকে বাঁচাতে সঙ্গে সঙ্গে ছুটে যান স্ত্রী।পুলিশ অফিসার ঝেং শিয়াও বলেন, ওই ব্যক্তির নাম প্যান। স্ত্রীর ভালোবাসা পরীক্ষা করতেই এমন কাজ করেছেন তিনি। স্ত্রী তার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্ত ব্যর্থ হন। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন প্যান। প্যানকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান স্ত্রী।
পুলিশ বলছে, প্যানের অবস্থা সঙ্কটজনক। ‘মাল্টিপল বোন ইনজুরি’তে ভুগছেন তিনি।এদিকে পুলিশকে প্যান জানান, আমি পরখ করে দেখছিলাম সে (স্ত্রী) আমাকে বাঁচাতে আসে কি-না।
সূত্র: নিউজ এইটিন
https://youtu.be/yh0ZZS62dic