স্টার জলসা-জি বাংলা বন্ধের দাবি
প্রকাশিত হয়েছে : ৮:৪৯:২০,অপরাহ্ন ১২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসা, জি-বাংলা ও স্টার প্লাস-এর সম্প্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাগ্রত বিবেক নামে একটি সংগঠন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে পারিবারিক অশান্তির উৎস স্টার জলসা, স্টার প্লাস ও জি-বাংলা চ্যানেল। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার্থে এসব টেলিভিশন চ্যানেল বন্ধ করা জরুরি। সরকারের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মানববন্ধন ও সমাবেশে জাগ্রত বিবেকের আহ্বায়ক মোখলেছুর রহমান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. ফখরুল ইসলাম, শাহনুর, আরিফ হোনেন, বশির আহমেদ প্রমুখ।