স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, বাবা আহত
প্রকাশিত হয়েছে : ৬:৪০:১৭,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় আঁখি আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে আহত করেছে তার বাবা সাইফুল ইসলামকে। বৃহস্পতিবার ভোররাতে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি আক্তার সালনা শাহ সুফি ফসিউদ্দিন উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গেছে, ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা তাদের বাড়িতে প্রবেশ করে আঁখি ও তার বাবা সাইফুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আঁখিকে মৃত ঘোষণা করেন। এবং তার বাবা সাইফুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।