স্কটল্যান্ডের গণভোটের সম্ভাবনা নাকচ করেছেন ক্যামেরন
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১৪,অপরাহ্ন ১১ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ফের গণভোট আয়োজনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন । রোববার চ্যানেল ফোর নিউজকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সদ্য সমাপ্ত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে থাকা রাজনৈতিক দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) স্কটল্যান্ডে ৫৯টির মধ্যে ৫৬টি আসনেই জয় লাভ করেছে। এরপরই স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ফের গণভোটের বিষয়টি আলোচনায় উঠে আসে। নির্বাচনে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি এবার একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাই সরকার গঠনের জন্য কারো মুখাপেক্ষি হতে হচ্ছে না।
সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, আমরা একটি গণভোটের আয়োজন করেছিলাম। যুক্তরাজ্যে থাকার পক্ষে স্কটল্যান্ড জোরালোভাবেই ভোট প্রয়োগ করেছে। তবে বিদ্যমান একটি পরিকল্পনার অধীনে স্কটল্যান্ডকে আরও ক্ষমতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান ক্যামেরন।
২০১৪ সালের সেপ্টেম্বরে আয়োজিত গণভোটে ৫৫-৪৫ শতাংশ ভোটের ব্যবধানে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে রায় দেয় স্কটিশ জনগণ। ওই সময় স্কটিশ জাতীয়তাবাদীরা বলেছিলেন বিষয়টি নিস্পত্তির জন্য তারা পরবর্তী প্রজম্মের কাছে রেখে যাচ্ছেন।