সৌদি আরবে পাকিস্তানী নাগরিকের শিরশ্ছেদ
প্রকাশিত হয়েছে : ১:০১:৫৪,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: হেরোইন পাচারের দায়ে সৌদি আরবে এক পাকিস্তানী নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। গত দুই মাসে এ নিয়ে দেশটিতে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মদিনায় বৃহস্পতিবার হাফিজ ওয়াফাক রসূল শাহ নামে ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
সৌদি আরবে কঠোরভাবে ইসলামী শরিয়াহ আইন মানা হয়। দেশটিতে ধর্ষণ, হত্যা ও মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
সূত্র : ডন