সৌদি আরবের অভ্যন্তরে হুথি বিদ্রোহীদের হামলা
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৫৯,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
সৌদি আরবে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় মর্টার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শনিবার (১১ এপ্রিল) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে শুক্রবার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি নাজরান প্রদেশে মর্টার হামলাটি চালানো হয়। এতে তিন সেনা কর্মকর্তা নিহত ও দু’জন আহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত মাসে ইয়েমেনে হুথি বিদ্রোহী দমনে সৌদি নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ অভিযান শুরুর পর এখন পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় অন্তত পাঁচশ’ হুথি বিদ্রোহী নিহত হয়েছে।