সৌদিআরবে কোকোর গায়েবানা জানাজা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১২:১৬:০৬,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
আলম হোসেন:: স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সৌদিআরবে সর্বস্তরের পবাসী বাংলাদেশীরা শোকাকিভূত। শনিবার সৌদিআরবের পবিএ ভুমি মক্কা জেদ্দায় আরাফাত রহমান কোকোর তিনটি গায়েবানা জানাজা অনুষ্টিত হয় । এর পর মক্কায় আরাফাত রহমান কোকোর আত্বার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।সৌদিআরব বিএনপি ও জেদ্দা মহানগর বিএনপির উদ্দোগে।জানাজায় সৌদি প্রবাসী সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এসময় সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন, দেশের এই দুঃসময়ে এতবড় একটি শোক কাটিয়ে ওঠা সত্যিই অনেক কঠিন ব্যাপার। আমরা দেশ বিদেশের সকল নেতা কমর্িরা আল্লার কাছে দোয়া করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন। তিনি তার এক সন্তানকে হারিয়েছেন কিন্তু আমরা তার লাখো সন্তান তার বাঁচার অনুপ্রেরণা হয়ে থাকব।
মুকিব বলেন, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান যেন তার ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারেন, সেই প্রার্থনা করে বলেন- দেশ বিদেশের সকল নেতা কর্মির মাঝেই তিনি তার ভাইকে খুঁজে পাবেন।