সোমবার সারাদেশে হরতাল
প্রকাশিত হয়েছে : ৫:০৩:৩৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি।
শনিবার বিকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি।
তিনি বলেন, অবৈধ সরকার পুলিশকে দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে লেবার পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার করিয়ে রিমান্ডে দিয়েছে। সরকারের এই কর্মকাণ্ড মানবাধিকার ও আইনের শাসন পরিপন্থী।
চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন নিশ্চিতের জন্য সরকারকে আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ছিলেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক রহমান, যুগ্ম মহাসচিব আমিনুল ইসলাম রাজু প্রমুখ।