সোমবার দেশব্যাপী ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:২৩,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যে আওয়ামী সরকারের দায়ের করা মিথ্যা মামলায় চার্জ গঠনের প্রতিবাদে ১১ মে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচী ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার দেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদক এ কর্মসূচী যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিট সমূহকে নির্দেশ প্রদান করেছেন।