সোমবার ঢাকা বিভাগে ছাত্রদলের হরতাল
প্রকাশিত হয়েছে : ৯:৪৩:৫৫,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আগামী সোমবার ঢাকা বিভাগে হরতালের ডাক দিয়েছে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদল।জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার ঢাকা বিভাগে হরতালের ডাক দিয়েছে এদলটি।ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা বিভাগে হরতাল পালনের জন্য এই অঞ্চলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।