সোমবার আধাবেলা হরতাল
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:৫৩,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও যুবলীগ নেতা ইমরান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আগামী সোমবার (১ ডিসেম্বর) রংপুর মহানগরীতে আধাবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে।
মহানগর দোকান মালিক সমিতি ও রংপুর সিটি কর্পোরেশন যৌথভাবে এ হরতালের ডাক দিয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘শুক্রবার (২৮ নভেম্বর) রাতে দোকান মালিক সমিতি ও সিটি কর্পোরেশনের মধ্যে যৌথ সভা হয়। সেখানেই হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।’
ইতোমধ্যে মহানগরীতে মাইকে হরতালের প্রচারণা শুরু হয়ে গেছে বলে জানান দোকান মালিক সমিতি মহাসচিব মিলন।