সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:৪১:০৬,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ফেনীর সোনাগাজী উপজেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। আজ শনিবার ভোররাত ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি সায়েদুল মোস্তফার নেতৃত্বে পুলিশ শনিবার ভোররাত ৪টার সময় উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০০১ সালে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কয়েকটি মামলা ছাড়াও ২ জানুয়ারি ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।