সেলফিতে বিশ্বরেকর্ড গড়তে ঢাকায় লুমিয়ার আয়োজন
প্রকাশিত হয়েছে : ১১:১৯:২৪,অপরাহ্ন ১৯ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: বাংলাদেশে প্রথমবারের মত লুমিয়া স্মার্টফোন উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়ার। আগামী ২২ নভেম্বর রাজধানীর বসুন্ধারা সিটি শপিং মলে লুমিয়া সেলফির মাধ্যমে এই বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে লুমিয়ার মাইক্রোসফট কর্তৃপক্ষ।
বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্য শিক্ষার্থী, চাকরিজীবি, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক, অভিনয় শিল্পী, সাংবাদিকসহ সবধরনের পেশাজীবিদের আমন্ত্রণ জানানো হয়েছে এ আয়োজনে। এতে অংশ নিয়ে মেগা পুরস্কার হিসেবে লুমিয়া ৭৩০ স্মার্টফোন, ভেলোস সাইকেল, ফাস্ট ট্র্যাক সানগ্লাসসহ বিভিন্ন আকৃর্ষণীয় পুরস্কার জেতা যাবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
২২ নভেম্বর দুপুর ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হবে বিশ্ব রেকর্ড গড়ার এই প্রতিযোগিতা। আরো জানতে ভিজিট: www.facebook.com/events/619186771524099 ।