সেরা আলোকচিত্রি আনিস মাহমুদ
প্রকাশিত হয়েছে : ২:০২:৫৯,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৪
স্টাফ রিপোর্টার :
দৈনিক প্রথম আলো সিলেট অফিসের আলোকচিত্রি আনিস মাহমুদ আবারও প্রথম আলোর সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০১৪ সালে প্রথম আলোর সেরা কর্মীর পুরস্কার হিসেবে ফটোসাংবাদিক বিভাগে তিনি এ পুরস্কার পান।
শনিবার ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে তাঁকে আনুষ্ঠানিক এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ সংশ্লিষ্টরা ও মিডিয়া স্টার লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২০১২ সালেও প্রথম আলোর সেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছিলেন আনিস মাহমুদ।
তিনি ২০১০ সালে প্রথম আলোর সিলেট কার্যালয়ে আলোকচিত্রী হিসেবে যোগ দেন। তার তোলা একাধিক ছবি জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সিলেটকে নতুন করে পরিচিত করে তুলেছে।