সেনবাগে ছুরিকাঘাতে প্রেমিকাকে খুন
প্রকাশিত হয়েছে : ৮:০৩:০০,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে অর্চনা রানী দাস (২২) নামের এক প্রেমিকাকে খুন করেছে প্রেমকি রিপন চন্দ্র দাস (২৫)। আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিপন চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ। নিহত অর্চনা রানী দাস উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের রজনি সর্দার বাড়ির সুরেশ চন্দ্র দাসের মেয়ে রিপন চন্দ্র দাস একই গ্রামের রাখাল মেম্বারের বাড়ির তফন চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর যাবত নলদিয়া গ্রামের দিনমজুর সুরেশের মেয়ে অর্চনার সাথে পাশ্ববর্তী বাড়ির রিপনের প্রেমের সর্ম্পক চলে আসছিল। গত কয়েকদিন আগে অর্চনার পরিবার অন্য জায়গা অর্চনার বিয়ে ঠিক করে। এতে রিপন ক্ষিপ্ত হয়ে উঠে। আজ শনিবার সকালে অর্চনা তাদের ঘরের মধ্যে সেলাই মেশিনে কাজ করছিল। এ সময় রিপন একটি ধারালো ছোরা নিয়ে অর্চনাদের ঘরে ভেতরে ঢুকে অর্চনার বুকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে বাড়ির লোকজন অর্চনাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা আরও জানান, অর্চনার সেলাই মেশিন দিয়ে যা উপার্জন হতো তা দিয়ে তার পরিবারের খরচ চলতো।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক প্রেমিক রিপন ঘটনার পর অচেতন হয়ে যায়। বর্তমানে সে আটক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।