সেনবাগে ছাত্রলীগের সভায় বিএনপি-শিবিরের গুলি
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:৫৬,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সেনবাগে ছাত্রলীগের সভায় বিএনপি-শিবিরের গুলিসেনবাগ (নোয়খালী), ০৬ জানুয়ারি, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গুলি ও বোমা হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে। এসময় চার ছাত্রলীগ নেতা ও ৫ পুলিশ গুলিবিদ্ধসহ এ ঘটনায় আহত হয়েছে ২০জন। এতে পুরো সেবারহাট বাজার রণক্ষেত্রে পরিণত হয়। পরে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবারহাট শেরে-ই বাংলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটার অনুষ্ঠান চলছিল। এসময় বিএনপির কর্মিরা মিছিল নিয়ে এসে অনুষ্ঠানের দুইদিক থেকে গুলি ও বোমা হামলা চালায়। এতে অনুষ্ঠানটি পন্ড হয়ে য়ায়। এসময় বিএনপি কর্মিদের পাশাপাশি শিবির কর্মিরাও হামলায় অংশ নেয় বলে আওয়ামীলীগ নেতারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। এসময় ছাত্রলীগ নেতা শাহেদুজ্জামান সোহেল (২৬), এরশাদ উল্যা লেবিন (২৭), সাফিন (২৪), মো. রুবেল (২৬) ও পুলিশের এস আই মো. নোমান, এএসআই হিমালয়, কনষ্ট্রেবল খোকন, আবদুর রহিম (১), আবদুর রহিম (২) নামে ৯জন গুলিবিদ্ধ এবং এসময় সেনবাগ থানার ওসি তদন্ত মো. জাকির হোসেনসহ ২০জন আহত হয়েছে। আহতদেরকে সেনবাগ সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ভর্তি করা হয়েছে।
পরে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. মমিনুল ইসলাম সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে এলাকায় অভিযান চলছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।