সেতুর রেলিং ভেঙে গাড়ি খাদে, পুলিশ নিহত
প্রকাশিত হয়েছে : ৬:১৭:২৪,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়কে টহল দিতে গিয়ে সেতুর রেলিং ভেঙে পুলিশের একটি পিকআপভ্যান খাদে পড়ে রেজাউল করিম (৪৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন এক উপপরিদর্শকসহ (এসআই) আরো তিন জন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল উপজেলার সানবান্দা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্যের বাড়ি গাজীপুর জেলার কালিয়কৈর উপজেলায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের মতো সাগরদিঘী পুলিশ ফাঁড়ির সদস্যরা সাগরদিঘী-গারোবাজার সড়কে টহল দিচ্ছিল। ভোরে সানবান্দা এলাকায় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। আহত হয় এসআই আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনু। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রেজাউলের মরদেহ ঘাটাইল থানায় এনে রাখা হয়েছে বলে ওসি জানান।