সেই অভদ্রতা : যা বললেন ধোনি-মুস্তাফিজ
প্রকাশিত হয়েছে : ৮:১০:০৩,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
আগের দুই ওভারেই দুই ভারতীয় ব্যাটসম্যানকে ফিরিয়েছেন, যার মধ্যে আছে ওয়ানডের সর্বোচ্চ ইনিংসের মালিক রোহিত শর্মার উইকেটটাও। ওই ওভারের দ্বিতীয় বলে রানের জন্য ছুটেছিলেন ধোনি। কিন্তু বলটা করে কিছুটা বেখেয়ালে ধোনির পথে এসে দাঁড়ান মুস্তাফিজ। কনুই মেরে তাঁকে সরিয়ে দেন ভারত অধিনায়ক। সেই কনুইয়ের ধাক্কা এতটাই জোরে লাগে যে, ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজকে। পরে অবশ্য আবার মাঠে ফিরেছেন মুস্তাফিজ। শুধু ফেরেনইনি, বল হাতে আগের দুই উইকেটের পর আরও তিন উইকেট নিয়ে হয়ে গেছেন ম্যাচসেরা!
আর এ বিষয়টা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নটা হতেই মহেন্দ্র সিং ধোনি যেন জানতেন প্রসঙ্গটা উঠবেই। মুখে সেই হাসিটা রেখেই বললেন, ”আসলে হয়েছে কী, সংঘর্ষটা এড়াতে হলে হয় আমাকে ডান দিকে যেতে হতো, নয়তো ওকে বাঁ দিকে সরতে হতো। আমরা দুজনই ভেবেছিলাম হয়তো অন্যজন সরবে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা পথ চলতে চলতে কারও সঙ্গে ধাক্কা খাওয়ার মতো হয়ে গেল।”
কিন্তু টিভি রিভিউ বলছে অন্যকথা। স্পষ্ট দেখা গেছে, মুস্তাফিজকে দেখেছিলেন ধোনি। তিনি চাইলেই, ধাক্কাটা এড়াতে পারতেন। এই কথাটিই উঠেছিলো সংবাদ সম্মেলনে।
কিন্তু ধোনির ব্যাখ্যা হলো, আমি চেয়েছিলাম সবচেয়ে কম দূরত্বের পথটা নিতে। বেশির ভাগ সময় দেখা যায় এসব ক্ষেত্রে ঘুরে যেতে গিয়ে ব্যাটসম্যানই আউট হয়। সেই ঝুঁকিটা তো নিতে পারি না।
ধোনি যখন বেশ ‘ঘুরিয়ে-ফিরিয়ে’ উত্তর দিচ্ছেন তখন যাঁর সঙ্গে সেই ধাক্কা নিয়ে এত কথা, তখন ১৯ বছর বয়সী মুস্তাফিজ শোনালেন ঔদার্যের বাণী। উল্টো দোষটি নিজের করে নিয়ে বললেন, আমি ভুল পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম।
অপরদিকে ঘটনাটাকে খুব বড় কিছু মনে করছেন না বাংলাদেশের অধিনায়ক মাশরাফিও, ”ম্যাচে আসলে এ রকম অনেক কিছু হতেই পারে। মুস্তাফিজ তো বলেছেই সে এটাকে স্বাভাবিকভাবে নিয়েছে। এটা খুব বড় কিছু নয়। আমরা এগুলো মনে রাখি না। সব ভুলেই ম্যাচের পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাই।