সুস্থ আছেন, ভালো আছেন খালেদা জিয়া
প্রকাশিত হয়েছে : ১:০৬:৫১,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক ভাবে এখন বেশ সুস্থ আছেন।
শুক্রবার বিকেলে সোয়া ৪টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা করে ফিরে জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফরহাদ হালিম ডোনার এ কথা জানিয়েছেন। ফরহাদ হালিম নেতৃত্বে ফাউন্ডেশন নেতাদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
ফরহাদ হালিম জানান, খালেদা জিয়া তাকে বলেছেন, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন।
প্রতিনিধি দলে আরো ছিলেন- ডা. আবদুল করিম, ডা. শহিদুল আলম, ইঞ্জি. মাহবুব আলম, ডা. মাহবুবুল হক, ডা. আবদুল ওয়াহেদ মল্লিক প্রমুখ।