‘সুস্থ অবস্থায় কারাগারে যান, আর লাশ হয়ে বের হন’
প্রকাশিত হয়েছে : ২:৩১:২৮,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি’র মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন কারারুদ্ধ নেতাদের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের নেতারা যখন গ্রেফতার হন, তখন তারা সু্স্থ ছিলেন কিন্তু এখন কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে ফিরছেন। কেউ হুইল চেয়ারে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, অন্যরা রোগযন্ত্রণায় কারাভ্যন্তরে কাতরাচ্ছেন।’
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক জরুরি সংবাদ সম্মেলনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হুইল চেয়ারে করে চিকিৎসা নিতে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয়। কিন্তু তাকে হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসার ব্যবস্থা না করে পুনরায় কারাগারে প্রেরণ করায় আমরা শঙ্কিত হয়ে পড়েছি। কেন না তিনি হৃদরোগ, ডায়াবেটিক ও করোনারি আর্টারিতে ব্লকসহ নানা জটিল রোগে অসুস্থ অবস্থায় পাঁচ মাসেরও বেশি সময় কারাগারে আটক আছেন।