সুপ্রীম কোর্টে বইয়ের ভিতর বোমা
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৪০,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সুপ্রীম কোর্ট এ্যানেক্স– ৯নং ভবনের আদালতের ভেতরে বোমা পাওয়া গেছে। আদালত কক্ষটির একটি আইনের বইয়ের ভেতর কেটে বোমাটি রাখা ছিল।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালতটিতে বসেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, রোববার দুপুরের বিরতির পর শুনানির জন্য তারা এজলাসের ভেতরে যান। এ সময় তারা আইনজীবীদের বসার টেবিলের উপর একটি মোটা আইনের বই দেখতে পান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ অফিসার বইটি খুললে ভেতরে পাতা কেটে বসানো অবস্থায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পান।
এ সময় তার চিৎকারে উপস্থিত আইনজীবীরাসহ অন্যরা আদালত কক্ষ ত্যাগ করেন। পরে সেখানে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে বোমাটি দেখতে পান।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ আদালত কক্ষটি ঘিরে রেখেছে।