সুপার লিগ: আবাহনী-মোহামডান মুখোমুখি বুধবার
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৩৭,অপরাহ্ন ২৩ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক:: ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে বুধবার। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার লিগের খেলা। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সুপার লিগের প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
এ ছাড়া মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট লড়াইয়ে নামবে প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রিকেট একাডেমি। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।
সুপার লিগের আগে ৬ দলের অবস্থান:
ঢাকা আবাহনী ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক। সমান খেলায় তাদের পয়েন্ট ১৮। তৃতীয় স্থানে রয়েছে কলাবাগন ক্রিকেট একাডেমি। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে প্রাইম দোলেশ্বর। লিজেন্ডস আব রুপগঞ্জ ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থান নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের যায়গা নিশ্চিত করেছে।