সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপনের দাবি
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:০৫,অপরাহ্ন ০৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি চালু হওয়া ঐতিহ্য যাদুঘরে ‘মুক্তিযুদ্ধ কর্ণার’ স্থাপনের দাবি জানিয়েছে সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ। রবিবার সকালে পৌর বিপণিতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি জানান পরিষদের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও লেখক আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের নেতা মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, অ্যাডভোকেট সালেহ আহমদ, রাজনীতিবিদ দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ দে, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সংগঠনের সদস্যসচিব সাংবাদিক এমরানুল হক চৌধুরী, সংগঠনের কার্য নির্বাহী সদস্য সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম, মাইদুল রাসেল, জাকের হোসেন, জিসান রেজা চৌধুরী, রাজন মাহবুব প্রমুখ।
বক্তারা সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ যাদুঘরে মুক্তিযুদ্ধ কর্ণার নাম দিয়ে সেই কর্ণারে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন উপকরণ সেখানে এনে জড়ো করার আহ্বান জানান। আলোচনায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্ধারিত স্থানে নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে শহীদ মিনার সংক্রান্ত জটিলতার মামলায় মুক্তিযোদ্ধা মালেক হোসেনের পক্ষভুক্তির আবেদনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার সিদ্ধান্ত নেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সঙ্গে আগামী জেলা উন্নয়ন সমন্বয় সভায় শহীদ তালেব সেতুর নামকরণ বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়।