সুনামগঞ্জে সুরমা নদীতে লঞ্চঘাটের পল্টুন ছিড়ে আহত ৩
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৪৬,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ শহরে সুরমা নদীতে মালবাহি কার্গোর ধাক্কায় লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ ’র যাত্রি উঠানামার পল্টুনের লোহার শেকল ছিড়ে আহত হয়েছেন ৩জন। এসময় ঘাটে বেধে রাখা দুটি লঞ্চ ক্ষতিগ্রস্থ হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে ছেড়ে আসা এ মজিদ এন্ড সন্স এর মালিকানাধীন মালবাহী কার্গো এমভি মজিদ নিয়ন্ত্রন হারিয়ে সুনামগঞ্জ লঞ্চঘাটের পল্টুনে আঘাত করলে তা সাথে সাথেই লোহার সেকল ছিড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় তিন জন আহত হয়। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসা দেয়া হয়।
পল্টুনে বাধা লঞ্চগুলোকে অন্যপাড়ে সরিয়ে নেয়া হয়েছে।
লঞ্চঘাটের ইজারাদার সাজিব মাহমুদ তালুকদার জানান, দুর্ঘটনার বিষয়টি বি আই ডাব্লু টি আই কে জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যাবস্থা নিবেন।