সুনামগঞ্জে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
প্রকাশিত হয়েছে : ৩:৪০:১১,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জের সদর উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত মফিজ আলী (৩৫), আব্দুর রহমান (৫৫), রবিউল মিয়াসহ (২২) ১৫ জনকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানা ওসি মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা নির্মাণ নিয়ে গিয়াস উদ্দিন ও রফিক মিয়ার লোকজনের মধ্যে দুপুরে এ সংঘর্ষ হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।