সুনামগঞ্জে বিএনপি নেতা সেলিম উদ্দিন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২:৫১:৩৬,অপরাহ্ন ০৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকাল শহরের হাছননগরের এলাকা থেকে পুলিশ এসল্ট মামলার আসামী হিসাবে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি এস আই নজরুল ইসলাম জানান, ৫ জানুয়ারি পুলিশি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা মামলায় সেলিম উদ্দিন আহমদ এজাহারভুক্ত আসামি। রবিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।