সুনামগঞ্জে চুরির মামলায় গৌরারং ইউপি সদস্য জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ৯:৪২:১৮,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৪
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে চুরির মামলায় সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের সদস্য আয়না মিয়াসহ ৬জন জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পন করলে আদালত আসামীগণের জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।
গত বছরের ১২ মার্চ রাতে একই ইউনিয়নের উজান সাফেলা গ্রামের মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র শীলের বাড়িতে তাঁর ঘরের তালা ভেংগে গরু চুরি করে নিয়ে নিয়ামতপুর গ্রামে জবাই করে আসামীগণ ভাগবাটোয়ারা করে নিয়ে যান। পরে সুবোধ চন্দ্র শীল বাদী হয়ে সদর মডেল থানায় গরু চুরির মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে একজন আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্দীসহ ৯ জনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন। ইতিপূর্বে ১জন আসামী বিজ্ঞ আদালতে হাজতবাসের পর জামিন পান। পরে চার্র্জসীটভুক্ত আসামী ৮জনের মধ্যে ইউপি সদস্য আয়না মিয়া, নিয়ামতপুর গ্রামের বাছির মিয়া, মতিবুর, মুজিব হোসেন, কালাই মিয়া, আল আমিন বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করলে জেল হাজতে প্রেরণ করেন আদালত। অপর ২ জন উজান সাফেলা গ্রামের শাহীন মিয়া ও সুন্দর আলী পলাতক আছেন।
বাদী পক্ষের আইনজীবী শেরেনুর আলী বলেন, ‘অসহায় মুক্তিযোদ্ধা পরিবার আদালতে প্রাথমিকভাবে ন্যায় বিচার পেয়েছে। মামলা দায়েরের পর বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল।’