সুনামগঞ্জের ছাতকে মানবতার ডাক’র আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:৪৩:৪২,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ছাতক উপজেলার খালারুকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের গৌরীপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার স্থানীয় সেবা মুলক সংস্থা মানবতার ডাক’র উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনেশপুর সমাজ কল্যাণ সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সহ-সম্পাদক ছাত্রলীগ নেতা মাহমূদুল করিম নেওয়াজ।
সাবেক মেম্বর মোঃ আরশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বি মোনহার আলী, হবীব উল্লাহ, জালাল উদ্দীন প্রমুখ ৷
মানবতার ডাক’র সেক্রেটারি শাইফুদ্দিন ফরাজির পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থীত ছিলেন সংস্থার প্রচার সম্পাদক নাসির মিয়াসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, মানবতার ডাক’র মাধ্যমে আমরা সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে আসবো এমনটা বলছি না তবে এর মাধ্যমে আমরা মানুষের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করতে সক্ষম হবো এবং মানুষের মাঝে গনসচেতনতা সৃষ্টি করতে পারবো ৷
প্রধান অতিথির বক্তব্যে সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক শাহনেওয়াজ কামরুল বলেছেন আজকের শীত বস্ত্রের বিতরণ এটা আমাদের একটি অপ্রাসঙ্গিক কর্মসূচী ৷ আমাদের মুল কর্মসূচী হচ্ছে শিক্ষাকে কেন্দ্র করে, শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করা৷
তিনি আরো বলেন, আমরা মানবতার ডাকের মাধ্যমে একটি সুশিল সমাজ, একটি শিক্ষিত পরিবার উপহার দিতে চাই ৷ প্রতিটি এলাকায় যদি এরকম সমাজ কল্যাণ মূলক সংগঠন প্রতিষ্ঠা করা যায় তাহলে
অচিরেই বাংলাদশ একটি দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে ৷ তাই আমাদের সকলকে এসব কর্মকাণ্ডে আন্তরিক হয়ে এগিয়ে আসতে হবে।