সুনামগঞ্জের আহসানমারা ব্রীজের পুরাতন সড়কের পাথর ও মাটি প্রকাশ্য কেটে নিচ্ছে একদল দূর্বৃত্ত
প্রকাশিত হয়েছে : ২:১০:৩৪,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
আল-হেলাল,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রীজের পশ্চিম পাড়ের পুরাতন সড়কের মাটি প্রকাশ্য দিবালোকে কেটে নিচ্ছে একদল দূর্বৃত্ত। গত এক সপ্তাহ যাবৎ জেলা প্রশাসকের খাস খতিয়ান এবং সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন উক্ত সরকারী রাস্তার মাটি কেটে নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মাটি সরবরাহের কাজে নিয়োজিত ঠিকাদার ও ভূমি মালিকদের কাছে চোরাইকৃত মাটি ও পাথর বিক্রি করে মোঠা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এ চক্রটি। সরজমিনে গিয়ে সরকারী রাস্তার মাটি কেটে ট্রাকভর্ত্তি করে অন্যত্র পাচার করতে দেখা যায়, জয়কলস গ্রামের গ্রামের মৃত সবুর আলীর পুত্র গিয়াস উদ্দিন ও তার ভাই নজরুল ইসলাম এবং মৃত আনফর আলীর ছেলে খোদাবক্স ও খোদাবক্সের পুত্র শিরীনসহ একদল সন্ত্রাসীকে। খবর পেয়ে জেলা সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার (এসও) মোঃ সালাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সরকারী সম্পত্তি আত্মসাতের কাজে জড়িতদের সাথে কথা বলে আসলেও ঐ চক্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি। এক সপ্তাহে এ পর্যন্ত এক লক্ষ ফুট মাটি কেটে নিয়েছে উল্লেখ করে জয়কলস গ্রামের স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, চিহ্নিত এচক্রটি আদালতে বিচারাধীন উজানীগাও গ্রামের জাহাঙ্গির আলমের দায়েরকৃত জিআর ২২/২০১২ এবং মনসুর আলম এর দায়েরকৃত সিআর ৪৭/২০১৩ নং মামলার আসামী। এরা সড়ক ও জনপথ বিভাগের রোড মোহরার গিয়াস উদ্দিন এর ছত্রছায়ায় সরকারী রাস্তার পাথর চুরি ও মাটি কেটে অন্যত্রে বিক্রি করে এবং অফিসের লোক সেজে আহসানমারা সেতুর টোল আদায়ের মাধ্যমে আদায়কৃত টোলের টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। ইতিপূর্বে এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেও কোন লাভ হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোর্শেদা জামান বিষয়টি নিশ্চিত করে বলেন,এক ইঞ্চি পরিমাণ সরকারী মাটি চুরি করলেও এরা কোন ছাড় পাবেনা। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সওজের উপ সহকারী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন,আমি ইতিমধ্যে অফিসের লোক পাঠিয়ে সরজমিন তদন্তক্রমে সরকারী সম্পত্তি আত্মসাৎকারী কর্মচারী গিয়াস উদ্দিন ও তার পরিবারের সম্পৃক্তার ব্যাপারে খোজ খবর নিতে যাচ্ছি। বিষয়টি সত্য হলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবো। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কাছে ঘটনার সঙ্গে জড়িত ৫ ব্যক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধার সন্তানমোহাম্মদ আলী নিশা। সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামছুন নাহার বেগম প্রকাশ্য দিবালোকে সরকারী রাস্তার পাথর ও মাটি চুরি করার মতো ফৌজদারী অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের প্রতি আহবাণ জানিয়েছেন।