সীমান্ত হত্যার প্রতিবাদে ভারতের সরকারি সাইট হ্যাকড
প্রকাশিত হয়েছে : ৫:১৮:৩১,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ-ভারতের সীমান্তে বিনা বিচারে গুলি করে বাংলাদেশের অব্যাহত হত্যার প্রতিবাদ জানিয়ে সে দেশের সরকারি ও শীর্ষ ব্যক্তিত্বদের ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকার সংগঠন সাইবার-৭১। আজ মঙ্গলবার ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছে হ্যাকার সংগঠনটি।
ফেসবুক ঘোষণায় বলা হয়েছে, এ পর্যন্ত বাংলাদেশ আর ভারতের অনেক সরকারই তো পরিবর্তন হয়েছে। অনেক বড় বড় চুক্তি হয়েছে, শুধু একটা বাদে। তা হচ্ছে সীমান্ত হত্যা। আমরা মানুষ, পাখি নয় যে সীমান্তে গুলি করতে হবে।
ঐক্যবদ্ধ ভাবে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য দাবী জানিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির নেতা, ভারতীয় সরকারী বাস ভবনের অফিশিয়াল ওয়েবসাইট, ভারতীয় রপ্তানি বিভাগের সরকারী ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে জানানো হয়। সেই সাথে জনপ্রিয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করার পাশাপাশি জনপ্রিয় রাজনৈতিক মুখ রাহুল গান্ধীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করেও একই দাবী জানানো হয়েছে।
সাইবার-৭১ বলছে, কোন রাজনৈতিক প্রতিহিংসা নয়। শুধুমাত্র মানবতা বোধ বিবেচনা করেই সীমান্ত হত্যার মতো নেক্কারজনক কাজ বন্ধ করা হোক। তারা ফেসবুকে হ্যাক করা সাইটের লিংকও প্রকাশ করেছে। নিম্নে লিংকগুলো দেওয়া হলো –
Hacked site:
# National Academy of Customs Excise and Narcotics..
http://www.nacen.gov.in/ [ভারতীয় রপ্তানি বিভাগের সরকারী ওয়েবসাইট]
mirror: http://dark-h.org/deface/id/142013
# Raj bhavan Goa [ভারতীয় রাজভবন]..
http://www.rajbhavangoa.org/cont_images/index.php
mirror: http://dark-h.org/deface/id/142015
# BJP MP krishan Pal Gurjar-Bharatiya website..
http://www.krishanpalgurjar.com/index.html [বিজিপি মন্ত্রি]
mirror: http://dark-h.org/deface/id/142015
# Rahul Gandhi website..
http://www.gandhirahul.info/ [রাহুল গান্ধী অফিশিয়াল ওয়েবসাইট]
# Priyanka Gandhi website..
http://www.gandhipriyanka.info/ [প্রিয়াঙ্কা গান্ধী অফিশিয়াল ওয়েবসাইট]
mirror: http://dark-h.org/deface/id/142016
# Sonia Gandhi website..
http://www.gandhisonia.com/ [সোনিয়া গান্ধী অফিশিয়াল ওয়েবসাইট]
mirror: http://dark-h.org/deface/id/142017