সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশিত হয়েছে : ৯:০৬:৩৬,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মওদুদ হোসেন (২৪) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে ৮৫/১০ (আর) সীমান্ত পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আটক যুবক সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে চল্লিশপাড়া সীমান্ত পিলারের কাছে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিজ ক্যাম্পে রাখে।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপির অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন জানান, মওদুদ হোসেন ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিএসএফের হাতে আটক হন। আটককৃতকে ফেরত চেয়ে বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে।