সিসিক কর্মকর্তাকে লাঞ্ছিত করায় পুলিশের দুঃখ প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৯:১৯:২৮,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার::
সিলেটে সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে লাঞ্ছিত করায় দুঃখ প্রকাশ করলো পুলিশ। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাসকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সিটি করপোরেশন মিলনায়তনের সামনে সিসিকের বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওসি আসাদুজ্জামান পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, সিসিক কর্মকর্তার সঙ্গে পুলিশের সামান্য ভুল বুঝাবুঝির কারণে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটেছে।
হঠাৎ সিটি করপোরেশনের সামনে পুলিশি তল্লাশির ব্যাখা দিতে গিয়ে ওসি বলেন- মেয়র আরিফুল হক চৌধুরী বরখাস্তের পর আমাদের কাছে খবর আসে নগর ভবনকে অশান্ত করতে অস্ত্রধারীরা প্রবেশ করতে পারে। যে কারণে নিরাপত্তার স্বার্থে তল্লাশি চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
প্রসঙ্গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় সিটি করপোরেশনের উপ সহকারি প্রকৌশলী (যান্ত্রিক) আবুল ফজল খোকনকে লাঞ্ছিত করেন এসআই বিকাশসহ অন্য পুলিশ সদস্যরা। ওই কর্মকর্তা পরিচয় দেওয়ার পরও তাকে লাঠি দিয়ে পিঠিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টায় সিটি করপোরেশন মিলনায়তনের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন কর্মকর্তা ও কর্মচারিরা।