সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাচ্ছেন কয়েস লোদী
প্রকাশিত হয়েছে : ১:৩৭:২৪,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পাচ্ছেন প্রথম প্যানেল মেয়র সদস্য রেজাউল হাসান কয়েস লোদী।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়ির সহকারী সচিব সরজ কুমার নাথ প্রথম প্যানেল মেয়র সদস্যকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি প্রদান করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিকেলে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই মামলায় অভিযুক্ত হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক আদেশে পৌর মেয়র গউছকে সাময়িক বরখাস্ত করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আদেশের কপি হবিগঞ্জ পৌরসভায় পৌঁছে।