সিসিইউতে ভর্তি লতিফ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ৮:০৩:২২,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা পৌনে ১১ টায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সিসিইউতে কর্তব্যরত একজন চিকিৎসক জানিয়েছেন, লতিফ সিদ্দিকীর বয়সজনিত অসুস্থতা ছাড়াও মায়োকার্ডিয়াল ইনফেকশনে ভুগছেন।
এর আগে লতিফ সিদ্দিকীকে গত বছরের ৬ ডিসেম্বর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সাধারণ বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানকার প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন তিনি।