সিলেট স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৩,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, দেশনায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করার লক্ষে দেশের মানুষের জন্য নিজেকে যখনই মেলে ধরেছেন ঠিক তখনই বর্তমান স্বৈরাচারিনী শেখ হাসিনার অবৈধ সরকার তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অবৈধ সরকার যতই ষড়যন্ত্র করুক আগামীর আন্দোলনে সিলেট থেকে স্বেচ্ছাসেবক দলের সাহসী সৈনিকদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। উক্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর বলেন, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী সরকারের উদ্দেশ্যে প্রণোদিত, হিংসাত্মক সকল অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, আব্দুল ওয়াহিদ সোহেল, আব্দুশ সহিদ, মওদুদুল হক মওদুদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, দীপক রায়, আমিনুল হক বেলাল, আব্দুল হান্নান, রায়হাত বক্স রাক্কু, খালেদুর রশিদ ঝলক, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, মোস্তফা কামাল ফরহাদ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি