সিলেট সিটি মেয়র আরিফ বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ১২:১৫:০০,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে নাম থাকায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ বুধবার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব স্বীকার করে বলেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনার কপি তার হাতে পৌঁছাবে।
উল্লেখ্য, গত বছর ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন।
২২ ডিসেম্বর আদালত মেয়র আরিফসহ ওই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আরিফ আত্মগোপনে চলে যান।
২৮ ডিসেম্বর একই মামলায় হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ একই মামলায় আত্মসমর্পণ করেন। ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে হাজির হন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার জামিন প্রার্থনা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ ডিসেম্বর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হবিগঞ্জ জেলা হাসপাতালের ডা. দেবাশীষ দাস কারাগারে তাকে দেখে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।