সিলেট শহরে অর্ধশতাধিক হকার উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ১২:২৯:২৯,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের ফুটপাত থেকে একদিনে অর্ধশতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানা থেকে শাহী ঈদগাহ পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ।
অভিযানকালে ফুটপাতে, ড্রেনের ওপর এমনকি সড়কের মধ্যেও স্থায়ী এবং অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসা অর্ধশতাধিক ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, আম্বরখানা পয়েন্ট সিলেট নগরীর ব্যস্ততম এলাকা। ফুটপাতের ব্যবসায়ীরা সড়ক পর্যন্ত দখলে নেওয়ায় যানজট নিরসনের লক্ষে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এর ফলে পথচারি ও শিক্ষার্থীদের চলাচলে আর ভোগান্তি পোহাতে হবে না বলে মন্তব্য করেন তিনি। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।