সিলেট মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন গ্রেফতারসিলেট মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:০৭:৪১,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর আম্বরখানা থেকে এসএমপি’র বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়- সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজা শেষে খাসদবীরস্থ বাসায় ফিরছিলেন তিনি। বাসায় যাওয়ার পথে আম্বরখানা গোল্ডেন টাওয়ারস্থ সমাহার ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকেন তিনি। এমদাদ চৌধুরী সমাহার ডিপার্টমেন্টাল স্টোরের অংশীদার ।
এসময় বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের তিন-চারটি মামলা রয়েছে।