সিলেট মহানগর বিএনপির মিছিল : আটক ২৩
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:০৭,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বেগম খালেদা জিয়ার ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন সিলেট নগরীতে মিছিল বের করেছে মহানগর বিএনপি। সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সোবহানীঘাট এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয়। সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, আহ্বায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, মুকুল মোর্শেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল উদ্দিন, ছাত্রনেতা লোকমান আহমদ, লিটন আহমদ, জাহেদ আহমদ, আলী আকবর রাজন, এসএম হাসিব প্রমুখকে মিছিলে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এদিকে নাশকতা এড়াতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত ২৩ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ছোট বড় কিছু যানবাহনের উপর পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে। পাঠানটুলা এলাকা দিয়ে নগরীতে মোটরসাইকেল ঢুকতে দেয়া হচ্ছেনা।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অতিরিক্ত) রহমত উল্লাহ ডেইলি সিলেট ডট কমকে বলেন, আমাদের কাছে খবর আছে মোটর সাইকেল যোগে নগরীতে বিষ্ফোরক ঢুকতে পারে। তাই নগরীতে মোটরসাইকেল ঢুকতে দেয়া হচ্ছে না। তবে গণমাধ্যমকর্মীসহ বেশ কিছু ক্ষেত্র আমরা বিবেচনা করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গতকাল মধ্য রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত কোন আটক নেই।