সিলেট বিভাগে হরতাল চলছে : বিএনপি-শিবিরের মিছিল
প্রকাশিত হয়েছে : ৬:০৪:৩৪,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
২০ দলীয় জোটের ডাকে সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সিলেট নগরীতে হরতালের সমর্থনে পৃথক মিছিল করেছে বিএনপি ও
ছাত্র শিবির। সুবিদবাজারে শিবিরের মিছিল থেকে সড়ক অবরোধের চেষ্টা করা হয়। অবশ্য, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
হরতালে নগরীর দোকান-পাট বন্ধ রয়েছে। নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। দূরপাল্লার বাস চলাচল করছে না। তবে,ট্রেন চলাচল
স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সিলেট রেল স্টেশন সূত্র।
মহানগর বিএনপি: হরতাল অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খাদেলা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ
মিছিল-সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মানিকপীরের টিলার পাশ থেকে মিছিল বের করে। মিছিলটি নয়া সড়ক পয়েন্টের
সামনে এসে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরীর
পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী ও জেলা
যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস হামজা, আমিনুর রহমান, সিরাজুল ইসলাম, জেলা
ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, যুবদল নেতা হোসেন আহমদ রুহুল, মহানগর ছাত্রদল নেতা জাহেদ আহমদ তালুকদার, সদর
থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, আব্দুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, কাওছার হোসেন রকি, হোসেন খান
ইমাদ, আফজাল হোসেন, আব্দুল সোবহান আজাদ, মোস্তফা আলম, নাহিদ হোসেন, হৃদয় দাশ প্রমুখ।
এছাড়া, সকাল ৭টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় মিছিল বের করে শিবির। এছাড়া, বিভাগের অন্যান্য স্থানেও শান্তিপূর্ণ হরতাল
পালনের খবর পাওয়া গেছে।