সিলেট বিভাগে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১০:০১:৫৪,অপরাহ্ন ২৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার পৃথকভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বিএনপি এই হরতালের ডাক দেয়।
হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক।