সিলেট নগর জুড়ে ছাত্রদলের মিছিল, পুলিশের গুলি, আটক ২০/২৫ জন
প্রকাশিত হয়েছে : ১১:২৭:২৯,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে ছাত্রদল। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোঁড়ছে পুলিশ। আটক করা হয়েছে ২০/২৫ জন ছাত্রদল কর্মীকে।
দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর করিম উল্যাহ মার্কেটের সম্মুখে জমায়েত হওয়ার চেষ্টা চালায় ছাত্রদল নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে জেলরোড ও জিন্দাবাজার এলাকায় মিছিল বের করা হলে পুলিশ গুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিকাল ৪টার দিকে নগরীর জেলরোড এলাকায় ছাত্রদল মিছিল বের করে রাস্তায় যানবাহন ভাংচুর করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। নগরীর বারুতখানা এলাকা থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত এলাকায় রাস্তায় ভাঙ্গা ইটের টুকরো পড়ে থাকতে দেখা গেছে।
জানা গেছে, নগরীতে পর্যায়ক্রমে তারা ১০টি মিছিল বের করবেন। এরই মধ্যে ২টি মিছিল হয়েছে। বাকি মিছিলও বের হওয়ার পথে।