নিউজ ডেস্ক: দেশের প্রথম ওয়াইফাই নগরী হতে যাচ্ছে সিলেট। সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ১০টি পয়েন্টে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। নগরবাসী এসব এলাকায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানায়, তরুণ প্রজন্মের কথা চিন্তা করে গত ১৬ আগস্ট নগরীর উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক সেমিনারে সিলেট নগরীকে ওয়াইফাই করার উদ্যোগ নেয়া হয়।
প্রথমে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ ১০টি পয়েন্টে ওয়াইফাই সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। ওয়াইফাই সংযোগের কাজ পায় নিটল নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এনরিচ নেট প্রাইভেট লিমিটেড। গত ২৭ অক্টোবর থেকে তারা কাজ শুরু করেছে। এ কাজ সম্পন্ন হতে আরো ২ মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।
সিসিক সূত্র জানায়, নগরীর ১০টি পয়েন্টে ফ্রি ওয়াইফাই সংযোগ নগরবাসীর মাঝে সাড়া ফেললে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সব এলাকায় ওয়াইফাই স্থাপন করা হবে। এতে নগরবাসী ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করার সুযোগ পাবেন।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘বর্তমান যুগ প্রযুক্তির যুগ। তরুণ সমাজের কথা চিন্তা করে সিলেটকে ওয়াইফাই নগরী করার উদ্যোগ নেয়া হয়েছে। এটা সম্ভব হলে সিলেট হবে বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে আরিফুল হক চৌধুরীর নির্বাচনী অঙ্গিকারের মধ্যে একটি ছিল সিলেটকে সাইবার সিটি হিসেবে গড়ে তোলা। এর অংশ হিসেবে সিলেটকে ফ্রি ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার কাজ হাতে নেয়া হয়েছে।