সিলেট থেকে ত্রান সামগ্রী নেপালে পৌঁছানোর উদ্যোগ শিক্ষার্থীদের
প্রকাশিত হয়েছে : ৮:৫২:৪৭,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: ভয়াবহ ভূমিকম্পে নেপাল যেনো এখন একখন্ড ধ্বংস স্তুপ। স্মরনকালের ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে কারো স্বজন ঘর হারিয়েছেন। কারো স্বজন হারিয়েছেন সর্বস্ব। শিশু-যুবক-বৃদ্ধরা রাত কাটাচ্ছেন খোলা আকাশের নীচে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।
ভূমিকম্পবিধ্বস্থ নেপালে ক্ষতিগ্রস্হ জনগনের কাছে ত্রানসামগ্রী পৌছে দিতে ঢাকা যাচ্ছেন সিলেটের চার শিক্ষার্থী। নেপালী শিক্ষার্থী সুশীল বে কেসি জানান বুধবার ভোরে চারজন শিক্ষার্থী সুমিত ঝাঁ, সঞ্জীব জোসী, অরুন কেসি, দিকেশ শ্রেষ্ঠা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
সিলেট থেকে সংগৃহীত দেড় লাখ টাকার ঔষধ, খাবার, তাবুসহ বিভিন্ন ত্রান সামগ্রী কিনে ঢাকা থেকে সেগুলো দুর্গত এলাকায় পাঠানো হবে। দুর্ঘটনার পর স্বদেশী স্বজনদের জন্য অর্থ সংগ্রহে নামেন সিলেটে বসবাসকারী শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা অর্থ সংগ্রহ করেন তারা।পরবর্তীতে দুর্গত এলাকার জন্য আরোও ত্রান-অর্থ সংগ্রহ করা হবে।