সিলেট থেকে চুরি যাওয়া মাইক্রোবাস ঢাকায় উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০:৩১:৫৩,অপরাহ্ন ০৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট থেকে চুরি হওয়া একটি নোহা মাইক্রোবাস ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার বিমানবন্দর থানা পুলিশ ঢাকা সবুজবাগ এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে। শনিবার গাড়িটি সিলেটে আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের সাঈদ আহমদ টিপুর নোহা গাড়িটি (ঢাকা মেট্রো ট ১৩-৫২৮২) নিয়ে চালক পালিয়ে যায়। এরপর টিপু সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলার আইও বিমানবন্দর থানার এস আই আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ঢাকা সবুজবাগ এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। শনিবার গাড়িটি সিলেটে নিয়ে আসা হয়েছে।