সিলেট-ঢাকা রুটে গণপরিবহন বন্ধ, যাত্রীদের তীব্র ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ১:৫১:৫৯,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রবিবার বিকাল ৩টা থেকে সিলেট থেকে ঢাকা অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সিলেট মোটর বাস মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, ৫ জানুয়ারিকে ঘিরে দেশের উত্তপ্ত রাজনৈতিক অবস্থায় চালক ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আরেকটি সূত্রের দাবি- ৫ জানুয়ারি সিলেট থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা ঢাকায় গিয়ে ‘নাশকতায় লিপ্ত হতে পারে’ এ আশঙ্কায় সিলেট থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
রবিবার সকাল থেকে সিলেট থেকে বাস ঢাকা অভিমুখে ছেড়ে গেলেও বিকাল ৩টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে । এতে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়ায় ক্ষুব্দ যাত্রীরা। জরুরী কাজে অনেকেই ঢাকা যেতে চাইলে তা সম্ভব হচ্ছে না। যারা আগে থেকেই বাসের টিকেট কেটে রেখেছিলেন তারা পড়েছেন বিপাকে। আবার যাত্রীদের অনেকেই বাসের টিকেট কাউন্টারে গিয়ে ব্যর্থ মনোরতে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।