সিলেট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রকাশিত হয়েছে : ১২:০৫:৪৬,অপরাহ্ন ১৫ নভেম্বর ২০১৪
ডেস্ক রিপোর্ট:: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়িয়ে চার্জশিট দেয়ায় সিলেট জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার বিকালে সিলেটে বিক্ষোভ কর্মসূচি শেষে পালনশেষে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, সিলেটে ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে ।
পরে হরতালের সমর্থনে নগরীতে একটি মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত ১৩নভেম্বর মেয়র আরিফুল হক চৌধুরীসহ নয়া ১১ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট প্রদান করা হয়। এ মামলায় আরিফসহ বিএনপি নেতাদের জড়ানোয় রোববার সিলেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি।